1. admin@dainikvorernotunbatra.com : batra@admin :
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

আসামে বন্যায় ৫২ জনের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৭৭ বার শেয়ার হয়েছে

ভারতের আসামে বন্যায় এখন পর্যন্ত ৫৮ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ২৪ লাখ মানুষ। শনিবার (৬ জুলাই) আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, আসামের ৩৫টি জেলার মধ্যে ৩০টিতেই বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। এরমধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ধুবড়ি, ডারাং, কছাড়, বরপেটা ও মরিগাঁও জেলা।

এ ছাড়া বন্যায় আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানের অন্তত ৭০ শতাংশ জমি প্লাবিত হয়েছে। আতঙ্কে উদ্যান ছেড়ে পালাচ্ছে পশুরা। এখন পর্যন্ত ৭৭টি পশুর মৃত্যু হয়েছে। ১৫ হাজারের বেশি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ব্রহ্মপুত্রসহ একাধিক বড় নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাওয়ায় পরিস্থিতি ক্রমাগত অবনতি হচ্ছে। রাজ্যের শহরাঞ্চলগুলোও ৯ দিন ধরে পানির নিচে। বৃষ্টি না থামলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, ক্ষতির মোকাবিলা করতে আমরা আপ্রাণ চেষ্টা করছি। বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে পরিস্থিতির তত্ত্বাবধানের জন্য মন্ত্রীদের নিয়োগ করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2019
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি