স্টাফ রিপোর্টারঃ
দাউদকান্দি উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন নাঈমা ইসলাম। নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাতুল আলমের স্থলে সদ্য নিয়োগ পেয়েছেন তিনি। নাঈমা ইসলাম খাগড়াছড়ি সদর উপজেলা থেকে দাউদকান্দিতে যোগদান করবেন। আর দাউদকান্দির আরাফাতুল আলমকে কক্সবাজার জেলায় বদলি করা হয়েছে। ৩৪তম বিসিএস সিভিল প্রশাসন কর্মকর্তা হলেন দাউদকান্দিতে নিয়োগ পাওয়া এই নাঈমা ইসলাম। চাকরি জীবনে তিনি একজন দক্ষ, দায়িত্বশীল, জনবান্ধন, পেশাদার ও যোগ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনরত বিভিন্ন স্থানে পরিচয় দিয়ে যাচ্ছেন। তাই দাউদকান্দি উপজেলা সচেতন নাগরিক মহলের আশাবাদ যে, তিনি (নাঈমা ইসলাম) তার নতুন কর্মস্থল দাউদকান্দিতেও সেসব দক্ষতার ধারাবাহিকতার ছাপ রাখবেন। উল্লেখ্য, টাঙ্গাইল জেলার কৃতি সন্তান নাঈমা ইসলাম দাউদকান্দি উপজেলার প্রথম নারী নির্বাহী অফিসার হিসেবে যোগ দিচ্ছেন। তার আগে দাউদকান্দিতে কোন নারী নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেনি।
Leave a Reply